Текст песни Tor Ek Kothaye (From "Besh Korechi Prem Korechi") - Arijit Singh
নাম জানি না তোর
আর রাত জানিনা ভোর
মন যায় রে চলে যায়
প্রেম জানিয়ে
হাল মেলাবি আয়
দিন কাল মেলাবি আয়
মন ফিরবে না রে আজ
তোকে না নিয়ে
তোর এক কথায়, আমি রাখবো হাজার বাজি
তোর ইশারায়, আমি মরে যেতেও রাজি
তোর এক কথায়, আমি রাখবো হাজার বাজি
তোর ইশারায়, আমি মরে যেতেও রাজি
কিছুটা সায় দিয়ে যা তুই
আলো আমায় দিয়ে যা তুই
পারিনা থাকতে একা আর
কোনও উপায় দিয়ে যা তুই
তোর এক কথায়, আমি রাখবো হাজার বাজি
তোর ইশারায়, আমি মরে যেতেও রাজি
জানাশোনা নেই, অজান্তেই এসেছে অন্য কে
আমাকে মনের অরণ্যের ঠিকানা চিনতে দে
জানাশোনা নেই, অজান্তেই এসেছে অন্য কে
আমাকে মনের অরণ্যের ঠিকানা চিনতে দে
আর কি বোঝাবো বল?
বলছে ফুলের দল, "তুই আমারই"
আর কি কারণ চাস?
বলছে বন্ধু বাতাস, "তুই আমারই"
তোর এক কথায়, আমি রাখবো হাজার বাজি
তোর ইশারায়, আমি মরে যেতেও রাজি
বাড়াবাড়ি মন জ্বালাতন করেছে যখনই
আমি কোনো আর চেষ্টার সীমানা রাখিনি
বাড়াবাড়ি মন জ্বালাতন করেছে যখনই
আমি কোনো আর চেষ্টার সীমানা রাখিনি
হো আর কি বোঝাবো বল?
বলছে ফুলের দল, "তুই আমারই"
আর কি কারণ চাস?
বলছে বন্ধু বাতাস, "তুই আমারই"
তোর এক কথায়, আমি রাখবো হাজার বাজি
তোর ইশারায়, আমি মরে যেতেও রাজি
তোর এক কথায়, আমি রাখবো হাজার বাজি
তোর ইশারায়, আমি মরে যেতেও রাজি

Внимание! Не стесняйтесь оставлять отзывы.