Asha Bhosle - Aaj Dujane Mando Hole текст песни

Текст песни Aaj Dujane Mando Hole - Asha Bhosle



আজ দুজনে মন্দ হলে মন্দ কি
আজ দুজনে মন্দ হলে মন্দ কি
দেখো ময়ূরকন্ঠী রাত যে আলোয় ঝিলমিলিয়ে
আহা এমন রাতে এসো না আজ ভাব করি
আজ দুজনে মন্দ হলে মন্দ কি।।
আহা এই ফাগুনের বাহার তো কাল থাকবে না
ভ্রমর
তখন তুমি ফুলের খবর রাখবে না
যৌবনেরই রঙমশাল
জ্বলছে দেখো রঙ মাতাল
সেই আগুনে, আজকে না হয় ঝাপ দিলে
দেখো ময়ূরকন্ঠী রাত যে আলোয় ঝিলমিলিয়ে
আহা, এমন রাতে এসো না আজ ভাব করি
আজ দুজনে মন্দ হলে মন্দ কি।।
যদি, তোমার চোখে আমার চোখের রঙ লাগে
আর একটু ছোঁয়ায় রক্তে যদি ঢেউ জাগে
দোহাই বলো দোষটা কি
মনকে কেন দাও ফাঁকি
মৌমাছি
একটু না হয় আজকে তুমি মৌ নিলে
দেখো, ময়ূরকন্ঠী রাত যে আলোয় ঝিলমিলিয়ে
আহা, এমন রাতে এসো না আজ ভাব করি
আজ দুজনে মন্দ হলে মন্দ কি
আজ দুজনে মন্দ হলে মন্দ কি।।



Авторы: PRONAB ROY, NACHIKETA GHOSH


Asha Bhosle - Romance - Lakshmiti Dohai Tomar - Asha Bhosle
Альбом Romance - Lakshmiti Dohai Tomar - Asha Bhosle
дата релиза
01-05-2003




Внимание! Не стесняйтесь оставлять отзывы.