Asha Bhosle - Mon Bolchhe текст песни

Текст песни Mon Bolchhe - Asha Bhosle



লা লা লা লা লা লা
লা লা লা লা লা লা
হো মন বলছে কেউ আসবে
কিছু বলবে আজকে আমায়
মন বলছে কেউ আসবে
কিছু বলবে আজকে আমায়
ছিল বন্দি যত স্বপ্ন দিলো মুক্তি আজকে আমায়
ছিল বন্দি যত স্বপ্ন দিলো মুক্তি আজকে আমায়
চেনা চেনা মন রঙিন হলো যে
ভালোবাসায় ভালোবাসায়
মন বলছে কেউ আসবে
কিছু বলবে আজকে আমায়
ছিল বন্দি যত স্বপ্ন দিলো মুক্তি আজকে আমায়
কিছু বলে কিছু বলা হলো না
ভালোবাসা খুঁজি এসো চলো না
কিছু বলে কিছু বলা হলো না
ভালোবাসা খুঁজি এসো চলো না
চেনা চেনা মন রঙিন হলো যে
ভালোবাসায় ভালোবাসায়
মন বলছে কেউ আসবে
কিছু বলবে আজকে আমায়
ছিল বন্দি যত স্বপ্ন দিলো মুক্তি আজকে আমায়
লা লাল লা লা লা লা লা
চোখে কারো মন খুঁজে পাবে না
এত জানা তবু চেনা যাবে না
চোখে কারো মন খুঁজে পাবে না
এত জানা তবু চেনা যাবে না
চেনা চেনা মন রঙিন হলো যে
ভালোবাসায় ভালোবাসায়
মন বলছে কেউ আসবে
কিছু বলবে আজকে আমায়
ছিল বন্দি যত স্বপ্ন দিলো মুক্তি আজকে আমায়।।



Авторы: r.d. burman


Внимание! Не стесняйтесь оставлять отзывы.