Текст песни Mor Pathikere Bujhi Enechho - Ashoketaru Banerjee
মোর পথিকেরে বুঝি এনেছ এবার
মোর করুণ রঙিন পথ
এসেছে এসেছে আহা অঙ্গনে এসেছে
মোর দুয়ারে লেগেছে রথ
পথিকেরে বুঝি এনেছ এবার
সে যে সাগরপারের বাণী
মোর পরানে দিয়েছে আনি
আহা, তার আঁখির তারায়
যেন গান গায় অরণ্যপর্বত
এসেছে এসেছে আহা অঙ্গনে এসেছে
মোর দুয়ারে লেগেছে রথ
পথিকেরে বুঝি এনেছ এবার
দুঃখসুখের এ পারে, ও পারে
দোলায়, দোলায় আমার মন
কেন অকারণ অশ্রুসলিলে
ভরে যায় দু'নয়ন
ওগো নিদারুণ পথ, জানি জানি
পুন নিয়ে যাবে টানি
আহা, তারে চিরদিন মোর যে দিল ভরিয়া
যাবে, যাবে সে স্বপনবৎ
এসেছে এসেছে আহা অঙ্গনে এসেছে
মোর দুয়ারে লেগেছে রথ
পথিকেরে বুঝি এনেছ এবার

Внимание! Не стесняйтесь оставлять отзывы.