Bhoomi - Gonshai Reni Dekhchho текст песни

Текст песни Gonshai Reni Dekhchho - Bhoomi




আমার গোঁসাইরে নি দেখছো খাজুর গাছতলায়
গোঁসাই লেজ নাড়ে আর খাজুর খায়
লেজ নাড়ে আর খাজুর খায়
গোঁসাইরে নি দেখছো খাজুর গাছতলায়
গাছের আগায় কলসি তাতে খাজুরের শী
গাছের আগায় কলসি তাতে খাজুরের শী
উপরমুখি চাইয়া থাকে তলাতে ভুসি
উপরমুখি চাইয়া থাকে তলাতে ভুসি
গাছ বাইয়ানি উঠতে নাড়ে
গাছ বাইয়ানি উঠতে নাড়ে জিহ্বা রসে তল তলায়
গাছ বাইয়ানি উঠতে নাড়ে জিহ্বা রসে তল তলায়
গোঁসাইরে নি দেখছো খাজুর গাছতলায়
গোঁসাইরে নি দেখছো খাজুর গাছতলায়
গোঁসাই শালির বাড়ি যায় আবার উকি মাইরা চায়
গোঁসাই শালির বাড়ি যায় আবার উকি মাইরা চায়
পাকের ঘরের ধারে কাছে জঙ্গলে লুকায়
পাকের ঘরের ধারে কাছে জঙ্গলে লুকায়
ফাঁক পাইলাছে বেড়া ভাইঙ্গা
ফাঁক পাইলাছে বেড়া ভাইঙ্গা
শিকা ছিঁড়া অন্ন খায়
ফাঁক পাইলাছে বেড়া ভাইঙ্গা
শিকা ছিঁড়া অন্ন খায়
গোঁসাইরে নি দেখছো খাজুর গাছতলায়
গোঁসাই লেজ নাড়ে আর খাজুর খায়
লেজ নাড়ে আর খাজুর খায়
গোঁসাইরে নি দেখছো খাজুর গাছতলায়
গোঁসাই রসেতে ভরপুর তাতে একটানা তিন সুর
গোঁসাই রসেতে ভরপুর তাতে একটানা তিন সুর
অন্য গোঁসাইর দলে ভিড়া যাত্রাগানে যায়
অন্য গোঁসাইর দলে ভিড়া যাত্রাগানে যায়
বাড়ি-বাড়ি ঘুইরা বেড়ায়
গোঁসাই বাড়ি-বাড়ি ঘুইরা বেড়ায় শেষ রাতে সে ঘরে যায়
বাড়ি-বাড়ি ঘুইরা বেড়ায় শেষ রাতে সে ঘরে যায়
গোঁসাইরে নি দেখছো খাজুর গাছতলায়
গোঁসাই লেজ নাড়ে আর খাজুর খায়
গোঁসাই লেজ নাড়ে আর খাজুর খায়
গোঁসাইরে নি দেখছো খাজুর গাছতলায়
আমার গোঁসাইরে নি দেখছো খাজুর গাছতলায়
আমার গোঁসাইরে নি দেখছো খাজুর গাছতলায়
ওহো, গোঁসাইরে নি দেখছো খাজুর গাছতলায়



Авторы: Traditional



Внимание! Не стесняйтесь оставлять отзывы.