Debabrata Biswas - Aamaar Bela Je текст песни

Текст песни Aamaar Bela Je - Debabrata Biswas




আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায়
একতারাটির একটি তারে
গানের বেদন বইতে নারে
তোমার সাথে বারে বারে
হার মেনেছি এই খেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায়
তার বাঁধা কাছের সুরে
ওই বাঁশি যে বাজে দূরে
আমার তার বাঁধা কাছের সুরে
ওই বাঁশি যে বাজে দূরে
গানের লীলার সেই কিনারে
যোগ দিতে কি সবাই পারে
বিশ্বহৃদয়পারাবারে
রাগরাগিণীর জাল ফেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায়




Внимание! Не стесняйтесь оставлять отзывы.
//}