Текст песни Bhenge Gelo Jorota - Elita
ল্যাম্পপোস্টের
নিচে
তুমি
ভীষণ
অপেক্ষায়,
আমায়
যদি
বারান্দাতে
একটু
দেখা
যায়
ঘড়ি
ধরে
সময়
মিলায়
সবাই
যখন
ঘুমে,
ঠিক
তখনি
ফোন
ধরা
চায়
ফোনটা
ড্রয়িং
রুমে
তুমি
খোঁজ
কণ্ঠ
আমার
মামা
বলেন
হ্যালো,
ল্যান্ডফোনের
সেই
দিনগুলিতে
প্রেমটা
হয়ে
গেলো
তুমি
খোঁজ
কণ্ঠ
আমার
মামা
বলেন
হ্যালো,
ল্যান্ডফোনের
সেই
দিনগুলিতে
প্রেমটা
হয়ে
গেলো
আমি
এসে
বারান্দাতে
ভেজা
কাপড়
মেলি
দূর
থেকে
তোমার
সাথে
লুকোচুরি
খেলি
তুমি
খোঁজ
কণ্ঠ
আমার
মামা
বলেন
হ্যালো,
ল্যান্ডফোনের
সেই
দিনগুলিতে
প্রেমটা
হয়ে
গেলো
Внимание! Не стесняйтесь оставлять отзывы.