James - Biddrohi текст песни

Текст песни Biddrohi - James



বিদ্রোহী আমি এখন
আর কাঁদিনা যখন তখন একটু ব্যাথ্যায়
বিদ্রোহী আমি এখন
ভেঙ্গে পড়িনা শত আঘাতে লাঞ্চণায়
বিদ্রোহী আমি এখন
আর কাঁদিনা যখন তখন একটু ব্যাথ্যায়
বিদ্রোহী আমি এখন
ভেঙ্গে পড়িনা শত আঘাতে লাঞ্চণায়
দরদী আর দুঃখের বারুদ ভাষা বুকে
দরদী আর ব্যাথার সে সুখ বাড়ছে সুখে
দুঃখের বারুদ উঠবে জ্বলে
ছারখার করবে ওই পৃথিবী
ধ্বংস হবে প্রতিটি পলে
বুঝবে অন্যায় ছিল সবি
ভেঙ্গে ভেঙ্গে ভেসে গেছি আমি ধুকে ধুকে
ভালবাসি বল নাক আর ওই মুখে
দরদী আর দুঃখের বারুদ ভাষা বুকে
দরদী আর ব্যাথার সে সুখ বাড়ছে সুখে
ব্যাথার সে সুখ আসলও সহ
দেব ফেরত পাই পাই স্মরণে রেখ
আমারও জীবন বেদনাবহ
তুমি হাস সুখি চোখে তুমি দেখ
ভেঙ্গে ভেঙ্গে ভেসে গেছি আমি ধুকে ধুকে
ভালবাসি বল নাক আর ওই মুখে
দরদী আর দুঃখের বারুদ ভাষা বুকে
দরদী আর ব্যাথার সে সুখ বাড়ছে সুখে
বিদ্রোহী আমি এখন
আর কাঁদিনা যখন তখন একটু ব্যাথ্যায়
বিদ্রোহী আমি এখন
ভেঙ্গে পড়িনা শত আঘাতে লাঞ্চণায়
দরদী আর দুঃখের বারুদ ভাষা বুকে
দরদী আর ব্যাথার সে সুখ বাড়ছে সুখে



Авторы: Prince Mahmud



Внимание! Не стесняйтесь оставлять отзывы.