Jony - Tumi Amar текст песни

Текст песни Tumi Amar - Jony



হো,,, তোমার প্রেমের গান গেয়েছি
দেহে তাই প্রান পেয়েছি
হো,,, তোমার প্রেমের গান গেয়েছি
দেহে তাই প্রান পেয়েছি
হ্রদয়ে তোমারই নাম লিখেছি
হ্রদয়ে তোমারই নাম লিখেছি
তুমি আমার শুধু আমার
আমি তোমার শুধু তোমার
তুমি আমার শুধু আমার
আমি তোমার শুধু তোমার
আ,,,,,,,,,,,,,,
হে,,,,, হে,,,,,,,
আমাকে ভুলে যেও না, বিরহের গান গেও না
আমাকে ভুলে যেও না, বিরহের গান গেও না
কখনো দুক্ষ দিও না, কখনো না,,,
তুমি আমার শুধু আমার
আমি তোমার শুধু তোমার
তুমি আমার শুধু আমার
আমি তোমার শুধু তোমার
তুমি আমার শুধু আমার
আমি তোমার শুধু তোমার
হো ও,,,,,,,,
তোমাকে ছেডে যাব না
এতো প্রেম আর পাব না
তোমাকে ছেডে যাব না
এতো প্রেম আর পাব না
তুমি?
যে কারনেই হোক, তোমার ভালোবাসাকে উপেক্ষা করে আমি শুধু নিজের কথাই ভেবেছি
তোমার ভালোবাসাকে দেখিনি,
তুমি চাইলেই তুমি প্রতিশোধ নিতে পার
প্রতিশোধ!
ভালোবাসার প্রতিশোধ নেয়া জায় না
এখন আমি কি করব?
মানে?
আমিও তো তোমাকে খুব ভালোবাসি।
সেদিন চেয়েও বলতে পারি নি
আজ বলতে কোন বাধা নেই।
আমার অনিশ্চিত জীবনে তোমাকে জড়াতে চাই না, তুমি ফিরে যাও
আমার কাছে এসে তোমার জীবন নষ্ট করো না।
খুব ভালো থেকো, সেদিন চেয়েছিলাম
আচ্ছা থাক,,
তোমায় হারাতে দেব না, কখনো না
তুমি আমার শুধু আমার
আমি তোমার শুধু তোমার
তুমি আমার শুধু আমার
আমি তোমার শুধু তোমার
নতুন জীবনের ভিড়ে একদিন ঠিকি আমাকে ভুলে যেতে পারবে
ভুলব কি করে?
আমি তো সব ছেড়ে তোমায় ভাল বেসে ফেলেছি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,




Jony - Shuchona
Альбом Shuchona
дата релиза
10-04-2013




Внимание! Не стесняйтесь оставлять отзывы.