Текст песни Ami Je Ke Tomar (From "Anurager Chhowa") - Kishore Kumar
আমি যে কে তোমার, তুমি তা বুঝে নাও
আমি চিরদিন তোমারই তো থাকবো
তুমি আমার, আমি তোমার
এ মনে কি আছে, পারো যদি খুঁজে নাও
আমি তোমাকেই বুকে ধরে রাখবো
তুমি আমার, আমি তোমার
আমি যে কে তোমার, তুমি তা বুঝে নাও
কেন আর সরে আছো দূরে
কাছে এসে হাত দু'টো ধরো
কেন আর সরে আছো দূরে
কাছে এসে হাত দু'টো ধরো
শপথের মন কাড়া সুরে
আমায় তোমারই তুমি করো
তোমারই স্বপ্ন দু'চোখে আমি আঁকবো
চিরদিন তোমারই তো থাকবো
তুমি আমার, আমি তোমার
আমি যে কে তোমার, তুমি তা বুঝে নাও
ও পাড়ের ডাক যদি আসে
শেষ খেয়া হয় পাড়ি দিতে
ও পাড়ের ডাক যদি আসে
শেষ খেয়া হয় পাড়ি দিতে
মরণ তোমায় কোনদিনও
পারবে না কভু কেড়ে নিতে
সুখে দুঃখে আমি তোমাকেই কাছে ডাকবো
চিরদিন তোমারই তো থাকবো
তুমি আমার, আমি তোমার
আমি যে কে তোমার, তুমি তা বুঝে নাও
আমি চিরদিন তোমারই তো থাকবো
তুমি আমার, আমি তোমার
আমি যে কে তোমার, তুমি তা বুঝে নাও

Внимание! Не стесняйтесь оставлять отзывы.