Kishore Kumar - Ek Palaker Ektu Dekha (From "Lukochuri") текст песни

Текст песни Ek Palaker Ektu Dekha (From "Lukochuri") - Kishore Kumar




এক পলকের একটু দেখা
আরো একটু বেশি হলে ক্ষতি কি?
এক পলকের একটু দেখা
আরো একটু বেশি হলে ক্ষতি কি?
যদি কাটেই প্রহর পাশে বসে
মনের দুটো কথা বলে ক্ষতি কি?
এক পলকের একটু দেখা
আরো একটু বেশি হলে ক্ষতি কি?
যদি কাটেই প্রহর পাশে বসে
মনের দুটো কথা বলে ক্ষতি কি?
মিষ্টি হাসির দুষ্টুমিতে
ভালোই লাগে সাড়া দিতে
ওগো সাড়া দিতে
মিষ্টি হাসির দুষ্টুমিতে
ভালোই লাগে সাড়া দিতে
স্বপ্নে হৃদয় ভরিয়ে নিয়ে
দিনগুলি সব যাক না চলে ক্ষতি কি?
এক পলকের একটু দেখা
আরো একটু বেশি হলে ক্ষতি কি?
যদি কাটেই প্রহর পাশে বসে
মনের দুটো কথা বলে ক্ষতি কি?
হলোই যখন পথে যেতে হঠাৎ পরিচয়
এবার আড়াল টুকু সরে গেলে
হয়গো ভালো হয়
হলোই যখন পথে যেতে হঠাৎ পরিচয়
এবার আড়াল টুকু সরে গেলে
হয়গো ভালো হয়
এড়িয়ে যাওয়ার ছলনাতে
দেয় সে ধরা ইশারাতে
শুধু ইশারাতে
এড়িয়ে যাওয়ার ছলনাতে
দেয় সে ধরা ইশারাতে
কিছু পাওয়ার চঞ্চলতায়
যদি আমার হৃদয় দোলে ক্ষতি কি?
এক পলকের একটু দেখা
আরো একটু বেশি হলে ক্ষতি কি?
যদি কাটেই প্রহর পাশে বসে
মনের দুটো কথা বলে ক্ষতি কি?



Авторы: Gouri Prasanna Majumdar


Внимание! Не стесняйтесь оставлять отзывы.