Текст песни Bristi Anbristi - Lata Mangeshkar
বৃষ্টি
অনাসৃষ্টি
শির
শিরশির
করে
মন
ঝিরঝির
ঝরে
ঝরঝর
ঝরে
রূমঝুম
করে
মন
বৃষ্টি
অনাসৃষ্টি
শির
শিরশির
করে
মন
ঝিরঝির
ঝরে
ঝরঝর
ঝরে
রূমঝুম
করে
মন
কেন
কাঁদে,
কেন
কাঁদে
আকাশ
এমন
এমন
বৃষ্টি
অনাসৃষ্টি
শির
শিরশির
করে
মন
ঝিরঝির
ঝরে
ঝরঝর
ঝরে
রূমঝুম
করে
মন
কেন
কাঁদে,
কেন
কাঁদে
আকাশ
এমন
এমন
তোমার
বাঁশীতে
শুধুই
কেন
যে
উদাসীর
সুর
বাজে
আলো
নিয়ে
কত
আসবেগো
সুখ
সে
যে
আলোর
সাজে
তোমার
বাঁশীতে
শুধুই
কেন
যে
উদাসীর
সুর
বাজে
আলো
নিয়ে
কত
আসবেগো
সুখ
সে
যে
আলোর
সাজে
কুয়াশার
ধুয়া
সরিয়ে
আশা
করবে
আলিঙ্গন
বৃষ্টি
অনাসৃষ্টি
শির
শিরশির
করে
মন
ঝিরঝির
ঝরে
ঝরঝর
ঝরে
রূমঝুম
করে
মন
কেন
কাঁদে
কেন
কাঁদে
আকাশ
এমন
এমন
বৃষ্টির
জলে
ধুয়ে
যাক
বেদনার
যত
দাগ
সরে
গিয়ে
মেঘ
ছড়িয়ে
পরুক
ভালবাসার
অনুরাগ
বাতায়নে
ভিজে
ভিজে
চোখ
চাইবে
তোমার
পথ
মনের
অঙ্গনে
আজকে
এসেই
পৌঁছাবে
স্বপ্নের
রথ
বাতায়নে
ভিজে
ভিজে
চোখ
চাইবে
তোমার
পথ
মনের
অঙ্গনে
আজকে
এসেই
পৌঁছাবে
স্বপ্নের
রথ
মোহনা
নদী
সাগরে
নিজেকে
করবে
সমর্পন
বৃষ্টি
অনাসৃষ্টি
শির
শিরশির
করে
মন
ঝিরঝির
ঝরে
ঝরঝর
ঝরে
রূমঝুম
করে
মন
কেন
কাঁদে,
কেন
কাঁদে
আকাশ
এমন
এমন
Внимание! Не стесняйтесь оставлять отзывы.