Lata Mangeshkar - Fele Asha Smriti (Female Version) текст песни

Текст песни Fele Asha Smriti (Female Version) - Lata Mangeshkar




ফেলে আসা স্মৃতি আমার বেদনা জাগায়
মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমায়।।
হা হা হা হা
ফেলে আসা স্মৃতি আমার বেদনা জাগায়
মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমায়
ফেলে আসা স্মৃতি আমার।।
তুমি তো জানো না, আমিও চিনি না
তুমি তো জানো না, আমিও চিনি না
তবু কেন মন যে হায় তোমাকে চিনতে চায়
মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমায়
ফেলে আসা স্মৃতি আমার।।
জীবনের সেই গান, আর তার প্রতিদান
জীবনের সেই গান, আর তার প্রতিদান
এখন তো জানিনা তার সীমা যে কোথায়
মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমায়
ফেলে আসা স্মৃতি আমার।।
মায়া-ভালবাসা, কেন এত জ্বালা
মায়া-ভালবাসা, কেন এত জ্বালা
ভুলিতে চায় সহজে গো ভোলা নাহি যায়
মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমায়
হা হা হা হা
ফেলে আসা স্মৃতি আমার বেদনা জাগায়
মন কেন...



Авторы: Lata Mangeskar


Внимание! Не стесняйтесь оставлять отзывы.