Lata Mangeshkar - Shaono Gagane Ghor Ghanoghata - Original текст песни

Текст песни Shaono Gagane Ghor Ghanoghata - Original - Lata Mangeshkar



শাওন গগনে ঘোর ঘনঘটা
নিশীথযামিনী রে. ...
শাওন গগনে ঘোর ঘনঘটা
কুঞ্জপথে, সখি, কৈ সে যাওব
কুঞ্জপথে, সখি, কৈ সে যাওব
অবলা কামিনী রে...
শাওন গগনে ঘোর ঘনঘটা
উন্মদ পবনে যমুনা তর্জিত,
ঘন ঘন গর্জিত মে.হ
দমকত বিদ্যুত, পথতরু লুন্ঠিত,
থরহর কম্পিত দে. .হ
ঘন ঘন রিমঝিম, রিমঝিম রিমঝিম,
বরখত নীরদপুঞ্জ।
শাল-পিয়ালে, তাল-তমালে
নিবিড়তিমিরময় কুঞ্জ।
কহ রে সজনী, দুরুযোগে
কুঞ্জে নিরদয় কা.ন
দারুণ বাঁশী কাহে বজায়ত
দারুণ বাঁশী কাহে বজায়ত
সকরুণ রাধা নাম।
মোতিম হারে বেশ বনা দে,
সীঁথি লগা দে ভালে...
উরহি বিলুন্ঠিত লোল চিকুর মম
বাঁধহ চম্পকমালে.
গহন রয়নমে যাও, বালা,
নওলকিশোরক পা.স
গরজে ঘন ঘন, বহু ডর পাওব,
কহে ভানু তব দাস
শাওন গগনে ঘোর ঘনঘটা
নিশীথযামিনী রে.
শাওন গগনে ঘোর ঘনঘটা।




Lata Mangeshkar - Gems From Tagore Volume 1
Альбом Gems From Tagore Volume 1
дата релиза
01-12-1966




Внимание! Не стесняйтесь оставлять отзывы.