Текст песни Obliques - Paris Combo
তোমার
চোখে
আকাশ
দেখে
উড়তে
ভীষণ
ভয়
করে,
জানিনা
সময়
মতো
নেমে
আসতে
পারবো
কি।
তুমি
শত
অভয়
দিলেও
গান
করতে
ভীষণ
ভয়
করে,
জানিনা
ভুল
করে
ফেললে
ঠিক
করতে
পারবো
কি।
কুয়াশা
রাতে
আমি
চুপচাপ
গাছের
শেকড়,
শুকনো
পাতার
ফাঁকে
পুরোনো
অলস
পাথর।
আমার
অবাধ
স্বাধীনতা
তবু
স্বেচ্ছাচারী
নই
আমি,
নিজের
নিয়মে
বন্দী
জীবন।
নিয়ন
আলোর
মলিনতা
আর
বিজ্ঞাপনের
আদিখ্যেতা,
অচেনা
মুখগুলো
বেশি
আপন।
সভ্যতার
মুখোশে
স্বার্থের
আপোশে,
আড়াল
করা
প্রণয়ে
ব্যস্ততার
অভিনয়ে।
সরলরেখা
আমি
তোমারি
সমান্তরাল,
ভঙ্গুর
প্রাচীরঘেরা
শ্যাওলাপড়া
দালান।
কুয়াশা
রাতে
আমি
চুপচাপ
গাছের
শেকড়,
শুকনো
পাতার
ফাঁকে
পুরোনো
অলস
পাথর।
Внимание! Не стесняйтесь оставлять отзывы.