Текст песни Amar Mon Jakhan Jagli Na Re - Promit Sen
আমার
মন,
যখন
জাগলি
না
রে
ও
তোর
মনের
মানুষ
এল
দ্বারে
মন,
যখন
জাগলি
না
রে
ও
তোর
মনের
মানুষ
এল
দ্বারে
মন,
যখন
জাগলি
না
রে
তার
চলে
যাওয়ার
শব্দ
শুনে
ভাঙল
রে
ঘুম
ও
তোর
ভাঙল
রে
ঘুম
অন্ধকারে
মন,
যখন
জাগলি
না
রে
ও
তোর
মনের
মানুষ
এল
দ্বারে
মন,
যখন
জাগলি
না
রে
মাটির
'পরে
আঁচল
পাতি
একলা
কাটে
নিশীথরাতি
মাটির
'পরে
আঁচল
পাতি
একলা
কাটে
নিশীথরাতি
তার
বাঁশি
বাজে
আঁধার-মাঝে
বাঁশি
বাজে
আঁধার-মাঝে
দেখি
না
যে
চক্ষে
তারে
দেখি
না
যে
চক্ষে
তারে
মন,
যখন
জাগলি
না
রে
ও
তোর
মনের
মানুষ
এল
দ্বারে
মন,
যখন
জাগলি
না
রে
ওরে,
তুই
যাহারে
দিলি
ফাঁকি
খুঁজে
তারে
পায়
কি
আঁখি?
তুই
যাহারে
দিলি
ফাঁকি
খুঁজে
তারে
পায়
কি
আঁখি?
এখন
পথে
ফিরে
পাবি
কি
রে
পথে
ফিরে
পাবি
কি
রে
ঘরের
বাহির
করলি
যারে?
ঘরের
বাহির
করলি
যারে?
মন,
যখন
জাগলি
না
রে
ও
তোর
মনের
মানুষ
এল
দ্বারে
মন,
যখন
জাগলি
না
রে
ওরে,
তুই
যাহারে
দিলি
ফাঁকি
খুঁজে
তারে
পায়
কি
আঁখি?
তুই
যাহারে
দিলি
ফাঁকি
খুঁজে
তারে
পায়
কি
আঁখি?
এখন
পথে
ফিরে
পাবি
কি
রে
পথে
ফিরে
পাবি
কি
রে
ঘরের
বাহির
করলি
যারে?
ঘরের
বাহির
করলি
যারে?
মন,
যখন
জাগলি
না
রে
ও
তোর
মনের
মানুষ
এল
দ্বারে
মন,
যখন
জাগলি
না
রে
তার
চলে
যাওয়ার
শব্দ
শুনে
ভাঙল
রে
ঘুম
ও
তোর
ভাঙল
রে
ঘুম
অন্ধকারে
মন,
যখন
জাগলি
না
রে
ও
তোর
মনের
মানুষ
এল
দ্বারে
মন,
যখন
জাগলি
না
রে
Внимание! Не стесняйтесь оставлять отзывы.