Sagar Sen - Ei Korechho Bhalo Nithur Hey текст песни

Текст песни Ei Korechho Bhalo Nithur Hey - Sagar Sen




এই করেছ ভালো, নিঠুর হে
নিঠুর হে, এই করেছ ভালো
এই করেছ ভালো, নিঠুর হে
নিঠুর হে, এই করেছ ভালো
এমনি ক'রে হৃদয়ে মোর
তীব্র দহন জ্বালো, নিঠুর হে
নিঠুর হে, এই করেছ ভালো
আমার ধূপ না পোড়ালে
গন্ধ কিছুই নাহি ঢালে
আমার ধূপ না পোড়ালে
গন্ধ কিছুই নাহি ঢালে
আমার দীপ না জ্বালালে
দেয় না কিছুই আলো
এই করেছ ভালো, নিঠুর হে
নিঠুর হে, এই করেছ ভালো
যখন থাকে অচেতনে চিত্ত আমার
আঘাত সে যে পরশ তব, সেই তো পুরস্কার
যখন থাকে অচেতনে চিত্ত আমার
আঘাত সে যে পরশ তব, সেই তো পুরস্কার
অন্ধকারে মোহে লাজে
চোখে তোমায় দেখি না যে
অন্ধকারে মোহে লাজে
চোখে তোমায় দেখি না যে
বজ্রে তোলো আগুন ক'রে
আমার যত কালো
এই করেছ ভালো, নিঠুর হে
নিঠুর হে, এই করেছ ভালো



Авторы: Rabindranath Tagore



Внимание! Не стесняйтесь оставлять отзывы.
//}