Rezwana Choudhury Bannya - Jokhon Eshechile текст песни

Текст песни Jokhon Eshechile - Rezwana Choudhury Bannya



যখন এসেছিলে, যখন এসেছিলে
অন্ধকারে চাঁদ ওঠে নি
সিন্ধুপারে চাঁদ ওঠে নি
যখন এসেছিলে, যখন এসেছিলে
হে অজানা, তোমায় তবে জেনেছিলেম
অনুভবে জেনেছিলেম
হে অজানা, তোমায় তবে জেনেছিলেম
অনুভবে জেনেছিলেম
গানে তোমার পরশখানি বেজেছিল প্রাণের তারে
যখন এসেছিলে, যখন এসেছিলে
তুমি গেলে যখন একলা চলে
চাঁদ উঠেছে, রাতের কোলে চাঁদ উঠেছে
তুমি গেলে যখন
তখন দেখি, পথের কাছে মালা তোমার
পড়ে আছে মালা তোমার
তখন দেখি, পথের কাছে মালা তোমার
পড়ে আছে মালা তোমার
বুঝেছিলেম অনুমানে কণ্ঠহার দিলে কারে
যখন এসেছিলে, যখন এসেছিলে
অন্ধকারে চাঁদ ওঠে নি
সিন্ধুপারে চাঁদ ওঠে নি
যখন এসেছিলে, যখন এসেছিলে



Авторы: Rabindranath Tagore, Debajyoti Mishra


Rezwana Choudhury Bannya - Ki Sur Baje Amar Prane
Альбом Ki Sur Baje Amar Prane
дата релиза
18-04-2017




Внимание! Не стесняйтесь оставлять отзывы.