Sallok & James - Oi Dur Pahare текст песни

Текст песни Oi Dur Pahare - Sallok & James




দুর পাহাড়ে লোকালয় ছেড়ে দুরে
মন কেড়েছিলো এক দুরন্ত মেয়ে সেই কবে
হিমছড়ির বাঁকে
দুষ্টু মেয়ে দেখেছিলাম তোমাকে
দুর পাহাড়ে লোকালয় ছেড়ে দুরে
মন কেড়েছিলো এক দুরন্ত মেয়ে সেই কবে
হিমছড়ির বাঁকে
দুষ্টু মেয়ে দেখেছিলাম তোমাকে
মেঠো পথে ধুলো মাখা গায়ে
পায়ে পায়ে বুনো ছায়া
কাঁপন জাগায়
ফুলে ফুলে দোলা জাগে সুখেতে
থেকে থেকে ওঠে গেয়ে গেয়ে পাখিরা
দীঘির বুকে রোদ মাখা জলে
ধীরে ধীরে কেটে সাঁতার
চলে যাই ওপার
নেচে নেচে ওঠে যেন স্রোতেরা
মাঝে মাঝে দুরে যেন বাজে বাঁশিটা
দুর পাহাড়ে লোকালয় ছেড়ে দুরে
মন কেড়েছিলো এক দুরন্ত মেয়ে সেই কবে
হিমছড়ির বাঁকে
দুষ্টু মেয়ে দেখেছিলাম তোমাকে
দুর পাহাড়ে লোকালয় ছেড়ে দুরে
মন কেড়েছিলো এক দুরন্ত মেয়ে সেই কবে
হিমছড়ির বাঁকে
দুষ্টু মেয়ে দেখেছিলাম তোমাকে




Sallok & James - Ononna
Альбом Ononna
дата релиза
07-02-2017





Внимание! Не стесняйтесь оставлять отзывы.