Текст песни Kothopokothon - Tahsan
Kothopokothon
Singer:
Tahsan
& Mithila
Lyric:
Robiul
Islam
Jibon
Tune
& Music:
Sajid
Sarker
Telefilm:
Kathapokathon
Label:
Cd
Choice
Director:
Mizanur
Rahman
Aryan
ছিলে
আমার
স্বপ্নে
তুমি
আজ
কেন
বহুদূর
অনুভবে
ভেসে
আসে,
সেই
চেনা
প্রিয়ও
সুর
। কাছে
যেতে
চেয়েও
সংশয়,
দূরে
থাকতেও
লাগে
ভয়,
এলোমেলো
লাগে
সবই
।
অপূর্ণ
রয়ে
যায়
ভালোবাসা
থেকে
যায়
কিছু
কথোপকথন
অপূর্ণ
রয়ে
যায়
ভালোবাসা
থেকে
যায়
কিছু
কথোপকথন...
রাত্রি
গুলো
দীর্ঘ
হয়
বিষণ্ণ
ভাবনাতে,
চাঁদটা
যেন
লুকিয়ে
রয়,
বিবর্ণ
জোছনাতে
।
কাছে
যেতে
চেয়েও
সংশয়,
দূরে
থাকতেও
লাগে
ভয়,
এলোমেলো
হয়ে
আমি
।
অপূর্ণ
রয়ে
যায়
ভালোবাসা
থেকে
যায়
কিছু
কথোপকথন
অপূর্ণ
রয়ে
যায়
ভালোবাসা
থেকে
যায়
কিছু
কথোপকথন...
সৃৃতিগুলো
মুছে
যায়
অচেনা
কুয়াশাতে,
সময়
যেন
জড়াতে
চায়
জলহীন
বরষাতে
।
কাছে
যেতে
চেয়েও
সংশয়,
দূরে
থাকতেও
লাগে
ভয়,
এলোমেলো
হয়ে
আমি
।
অপূর্ণ
রয়ে
যায়
ভালোবাসা
থেকে
যায়
কিছু
কথোপকথন
অপূর্ণ
রয়ে
যায়
ভালোবাসা
থেকে
যায়
কিছু
কথোপকথন
...

1 Irsha
2 Nirbodher Bichar
3 Prothom Shokal
4 Brittalpona
5 Shopoth
6 Opekkhar Upekkha
7 Kothopokothon
8 Choturtho Matra
9 Happiness (Instrumental)
10 Khoma
11 Kichhu Shihoron
12 Utso
Внимание! Не стесняйтесь оставлять отзывы.