Tahsan - Kothopokothon текст песни

Текст песни Kothopokothon - Tahsan




Kothopokothon
Singer: Tahsan & Mithila
Lyric: Robiul Islam Jibon Tune
& Music: Sajid Sarker
Telefilm: Kathapokathon
Label: Cd Choice
Director: Mizanur Rahman Aryan
ছিলে আমার স্বপ্নে তুমি আজ কেন বহুদূর অনুভবে ভেসে আসে, সেই চেনা প্রিয়ও সুর কাছে যেতে চেয়েও সংশয়, দূরে থাকতেও লাগে ভয়, এলোমেলো লাগে সবই
অপূর্ণ রয়ে যায় ভালোবাসা থেকে যায় কিছু কথোপকথন
অপূর্ণ রয়ে যায় ভালোবাসা থেকে যায় কিছু কথোপকথন...
রাত্রি গুলো দীর্ঘ হয় বিষণ্ণ ভাবনাতে, চাঁদটা যেন লুকিয়ে রয়, বিবর্ণ জোছনাতে
কাছে যেতে চেয়েও সংশয়, দূরে থাকতেও লাগে ভয়, এলোমেলো হয়ে আমি
অপূর্ণ রয়ে যায় ভালোবাসা থেকে যায় কিছু কথোপকথন
অপূর্ণ রয়ে যায় ভালোবাসা থেকে যায় কিছু কথোপকথন...
সৃৃতিগুলো মুছে যায় অচেনা কুয়াশাতে, সময় যেন জড়াতে চায় জলহীন বরষাতে
কাছে যেতে চেয়েও সংশয়, দূরে থাকতেও লাগে ভয়, এলোমেলো হয়ে আমি
অপূর্ণ রয়ে যায় ভালোবাসা থেকে যায় কিছু কথোপকথন
অপূর্ণ রয়ে যায় ভালোবাসা থেকে যায় কিছু কথোপকথন ...





Внимание! Не стесняйтесь оставлять отзывы.