Tahsan - Nirbodher Bichar текст песни

Текст песни Nirbodher Bichar - Tahsan




কে দিয়েছে তোমায় অধিকার
আমায় নিয়ে অলস কাব্য লেখার?
আমার চলন যদি বাঁকা হয়
আমি তো সুখী, তবে তোমার কি?
তোমার বক্র কটাক্ষ থেকে আমায় মুক্ত করে দাও
আমি চাই না হতে বন্দী নির্বোধের বিচারে
বৃথা সময় হারিও না আমায় তোমার মতন করে সাজাতে
আমি চাই না হতে বন্দী নির্বোধের বিচারে
আমি হতে চাই আমার মতন
একবার তাকাও নিজের ভেতরে
যখন তখন যেই রঙে
যেথায় সেথায় আমি নৃত্যে মাতি
তা তোমার চোখে যদি সুশ্রী না হয়
তুমিই বরং শিখিয়ে দাও
কি অধিকার আছে তোমার?
কোন জ্ঞানে তুমি মহীয়ান?
আমি চাই না হতে বন্দী নির্বোধের বিচারে
বৃথা সময় হারিও না আমায় তোমার মতন করে সাজাতে
আমি চাই না হতে বন্দী নির্বোধের বিচারে
সে জানে না নিঃস্ব সে, তাই অন্যের মাঝে বেঁচে থাকে
আমি চাই না হতে বন্দী নির্বোধের বিচারে
বৃথা সময় হারিও না আমায় তোমার মতন করে সাজাতে
আমি চাই না হতে বন্দী নির্বোধের বিচারে
সে জানে না নিঃস্ব সে, তাই অন্যের মাঝে বেঁচে থাকে





Внимание! Не стесняйтесь оставлять отзывы.