Текст песни Shopoth - Tahsan
সব
যেন
আছে
আগেরই
মতো,
শুধু
হারিয়ে
গেছে
দুজনের
দুটো
পথ
।
জানি
না
ভুলে
গেছো
কি
তুমি,
আমি
ভুলিনি
সেদিনের
নেয়া
শপথ
।
তুমি
ছিলে
...
আছো
আজও,
তুমি
থাকবে
...
এ
মনে
।
খুব
নীরবে
জড়িয়ে
ধরে,
বুকের
ঘরে
এক
কোনে
।
জীবন
হয়তো
যাবে
কেটে,
কান্না,
হাসি
নিয়মে
অনিয়মে
।
তুমি
রবে
তোমারই
মতো,
তোমার
জন্য
কথা
জমা
নীল
খামে
।
তুমি
ছিলে
...
আছো
আজও,
তুমি
থাকবে
...
এ
মনে
।
খুব
নীরবে
জড়িয়ে
ধরে,
বুকের
ঘরে
এক
কোনে
।
যাও
দৃষ্টির
অগোচরে
যতো,
জেনো
তুমি
হারাবে
না
।
শত
মানুষের
ভিড়ে,
খুঁজবো
তোমার
ঠিকানা
।
জন্ম
থেকে
জন্মান্তরে,
স্মৃতি
গুলো
যাবে
রয়ে
।
তুমি
ছিলে
...
আছো
আজও,
তুমি
থাকবে
...
এ
মনে
।
খুব
নীরবে
জড়িয়ে
ধরে,
বুকের
ঘরে
এক
কোনে
।
1 Irsha
2 Nirbodher Bichar
3 Prothom Shokal
4 Brittalpona
5 Shopoth
6 Opekkhar Upekkha
7 Kothopokothon
8 Choturtho Matra
9 Happiness (Instrumental)
10 Khoma
11 Kichhu Shihoron
12 Utso
Внимание! Не стесняйтесь оставлять отзывы.