Tahsan - Porimity текст песни

Текст песни Porimity - Tahsan




আমি অর্ধের চেয়ে বেশী, ভাঙ্গার চেয়ে ভালো
ছিন্নের তরে অন্ধের কালো
আমি শূন্য দিয়ে পূর্ণ হয়েছি
চূর্ণ হয়েও ধন্য রয়েছি
পণ্য অতি নগন্য, আমার তুল্য মূল্য স্বল্প
আমি মৃত তটিনীর ডাঙা ভাঙা কূল
বন্যতরুর ঘৃণ্য ছেঁড়া ফুল
আমি বাঁকা চোখের রুক্ষ আঁকা হাসি
দূর হতে কেউ আর বলোনা ভালোবাসি!
আমি অল্প স্বল্প গল্প কথক
যুদ্ধে জিতেও আমি হারা অশোক
তীর হলেও নিশানা ব্যর্থ
বোকা আমিটাই ধূর্ত
পণ্য অতি নগন্য, আমার তুল্য মূল্য স্বল্প
আমি মৃত তটিনীর ডাঙা ভাঙা কূল
বন্যতরুর ঘৃণ্য ছেঁড়া ফুল
আমি বাঁকা চোখের রুক্ষ আঁকা হাসি
দূর হতে কেউ আর বলোনা ভালোবাসি!





Внимание! Не стесняйтесь оставлять отзывы.