Timir Biswas - Tumi Alor Kachhei Jeo - перевод текста песни на английский

Текст и перевод песни Timir Biswas - Tumi Alor Kachhei Jeo




Tumi Alor Kachhei Jeo
Go to the Light
তুমি আলোর কাছেই যেও
Go to the light
আমি না হয় মিথ্যে হলাম
I will become a lie
তুমি আলোর কাছেই যেও
Go to the light
আমি না হয় মিথ্যে হলাম
I will become a lie
না হয় জলের রোদ হয়ে
Become the sunlight that glints on the waters
না হয় তোমার ছায়া ছুঁলাম
Or touch your shadow
তুমি আলোর কাছেই যেও
Go to the light
তুমি আলোর কাছেই যেও
Go to the light
তবু নদীর সুরেই গেও
Yet go with the tune of the river
আমি তো সেই অন্ধপথের
I am that blind path
তবু নদীর সুরেই গেও
Yet go with the tune of the river
আমি তো সেই অন্ধপথের
I am that blind path
বাঁক এর পরে জটিল বাঁকের
Past the bend, a more complex bend
কাগজের এক গ্রাম
A village of paper
তুমি বৃষ্টি হয়েই ঝোরো
Become the rain and pour
আমি না হয় শুকনো পাতা
I will be a dry leaf
না হয় জলের অক্ষরে
Or in water's script
না হয় ছেঁড়া চিঠি হলাম
Or I will become a torn letter
তুমি আকাশ জুড়েই উড়ো
Fly across the sky
আমি তো এক নগর কবি
I am a city poet
জানলা দিয়ে ভাবছি ছবি
Imagining a picture through the window
যা গেছে তা গেছে সবই
All that has gone is gone
তুমি আলোর কাছেই যেও
Go to the light
তুমি আলোর কাছেই যেও
Go to the light





Авторы: Sumit Bandyopadhyay


Внимание! Не стесняйтесь оставлять отзывы.