Timir Biswas - Ashole Se Megheder Keu текст песни

Текст песни Ashole Se Megheder Keu - Timir Biswas




আসলে সে মেঘেদের কেউ
সারারাত সারারাত ঢেউ
আসলে সে মেঘেদের কেউ
সারারাত সারারাত ঢেউ
মনে হতো উড়ে যাই পুড়ি
প্রেম মানে সুতো কাটা ঘুড়ি
মনে হতো উড়ে যাই পুড়ি
প্রেম মানে সুতো কাটা ঘুড়ি
এতদিন লুকানো যা ছিল
আবার সহসা শুরু হলো
সব কথা বলে ফেলা পাপ
দু চোখে পুড়ছে অভিশাপ
সব কথা বলে ফেলা পাপ
দু চোখে পুড়ছে অভিশাপ
আমি তাকে খুঁজি নি উপায়
সেও যদি ছেড়ে চলে যায়
আমি তাকে খুঁজি নি উপায়
সেও যদি ছেড়ে চলে যায়
এইভাবে লুকিয়েছে চোখ
যতটুকু জন্মের শোক
এইভাবে লুকিয়েছে চোখ
যতটুকু জন্মের শোক
তবু এসে দাঁড়িয়েছে ভোর
কি কথা বলার ছিল তোর
তবু এসে দাঁড়িয়েছে ভোর
কি কথা বলার ছিল তোর



Авторы: Sumit Bandyopadhyay


Внимание! Не стесняйтесь оставлять отзывы.