Текст песни Kichhu Kotha - Timir Biswas
কিছু
কথা
থেকে
গেছে
বাকি
কিছু
ছায়া
রোদে
রোদে
পোড়া
কিছু
কথা
থেকে
গেছে
বাকি
কিছু
ছায়া
রোদে
রোদে
পোড়া
আমাদের,
আমাদের
পথে
জোনাকির
আলো
জ্বলে
কিছু
আনকোরা
আমাদের
ভুলে
যাওয়া
গানে
উড়ে
এসে
বসে
কোনো
পাখি
ভুলে
যাওয়া
ইচ্ছেরা
জানে
কিছু
কথা
রয়ে
গেছে
বাকি
আমাদের
ভুলে
যাওয়া
গানে
উড়ে
এসে
বসে
কোনো
পাখি
ভুলে
যাওয়া
ইচ্ছেরা
জানে
কিছু
কথা
রয়ে
গেছে
বাকি
কথা
বাঁচে
কথার
খেয়ালে
হাত
ধরে
ছেড়ে
যায়
বাঁকে
আনমনে
আঙুল
ছোঁয়ালে
সে
যে
কার
ঠিকানায়
থাকে
জানি
না,
রাখিনি
কোন
ভুল
খাঁচায়
বাঁধি
নি
আমি
পাখি
চলে
যাওয়া
মেঘলা
বাউল
আমাদের
কথা
কিছু
বাকি
আমাদের,
আমাদের
পথে
জোনাকির
আলো
Внимание! Не стесняйтесь оставлять отзывы.