Timir Biswas - Jete Paari текст песни

Текст песни Jete Paari - Timir Biswas




যেতে পারি আবছায়া
যেতে পারি পাহাড়ের আলো
তুমিও কি রাতজাগা
তুমিও কি এত ভালো
যেতে পারি আবছায়া
যেতে পারি পাহাড়ের আলো
তুমিও কি রাতজাগা
তুমিও কি এত ভালো
যেতে পারি আবছায়া
যেতে পারি পাহাড়ের আলো
তুমিও কি রাতজাগা
তুমিও কি এত ভালো
তুমিও কি রাতজাগা
তুমিও কি এত ভালো
বেসেছিলে ফেলে আসা পথে
রেখেছিলে নৌকো ভাসানো কোনো জল
বেসেছিলে ফেলে আসা পথে
রেখেছিলে নৌকো ভাসানো কোনো জল
আমাদের শেষ হওয়া দিনে
জ্বলে ওঠে দেহ বল্কল
যেতে পারি জলে লেখা
হতে পারি ভুলে যাওয়া গান
তুমিও কি ভুল সুরে
তুমিও কি ডাকনাম
যেতে পারি জলে লেখা
হতে পারি ভুলে যাওয়া গান
তুমিও কি ভুল সুরে
তুমিও কি ডাকনাম
ডেকেছিলে আলতো হাওয়ার পথে
লিখেছিলে অন্ধ পরিণাম
ডেকেছিলে আলতো হাওয়ার পথে
লিখেছিলে অন্ধ পরিণাম
আমাদের শেষ হওয়া ভোরে
জেগে থাকে রাতের অভিমান



Авторы: Sumit Bandyopadhyay



Внимание! Не стесняйтесь оставлять отзывы.
//}