Songtexte Jodi Kichhu Amare Shudhao - Salil Chowdhury , Shyamal Mitra
যদি
কিছু
আমারে
শুধাও
কি
যে
তোমারে
কব?
নীরবে
চাহিয়া
রব
না
বলা
কথা
বুঝিয়া
নাও
যদি
কিছু
আমারে
শুধাও
ওই
আকাশ
নত
যুগে
যুগে
সংযত
নীরবতায়
অবিরত
কথা
বলে
গেছে
কত
ওই
আকাশ
নত
যুগে
যুগে
সংযত
নীরবতায়
অবিরত
কথা
বলে
গেছে
কত
তেমনি
আমার
বানী
সৌরভে
কানাকানি
তেমনি
আমার
বানী
সৌরভে
কানাকানি
হয়
যদি
ভ্রমরা
গো
সে
ব্যথা
বুঝিয়া
নাও
যদি
কিছু
আমারে
শুধাও
কি
যে
তোমারে
কব?
নীরবে
চাহিয়া
রব
না
বলা
কথা
বুঝিয়া
নাও
যদি
কিছু
আমারে
শুধাও
অন্তরে
অন্তরে
যদি
কোন
মন্তরে
বোবা
এ
প্রাণের
ব্যথা
বোঝানো
যেত
গো
তারে
অন্তরে
অন্তরে
যদি
কোন
মন্তরে
বোবা
এ
প্রাণের
ব্যথা
বোঝানো
যেত
গো
তারে
কবির
কবিতা
সবই
তুলি
দিয়ে
আঁকা
ছবি
কবির
কবিতা
সবই
তুলি
দিয়ে
আঁকা
ছবি
কিছু
নয়
তার
কাছে
এটুকু
বুঝিয়া
নাও
যদি
কিছু
আমারে
শুধাও
কি
যে
তোমারে
কব?
নীরবে
চাহিয়া
রব
না
বলা
কথা
বুঝিয়া
নাও
যদি
কিছু
আমারে
শুধাও
1 Jodi Kichhu Amare Shudhao
2 Amar E Bedan Majhe Tumi
3 Kachhe Theke Bhule Gechhe Mon
4 Jhanana Jhanana Baje Sur Bahare - Dhananjay Bhattacharya
5 Dur Noy Beshi Dur Oi - Jaak Ja Gechhe Ta Jaak - Shyamal Mitra
6 O Tui Nayan Pakhi Amar Re
7 Antabihin Ei Andha Raater
8 Ekdin Phire Jabo Chale
9 E Mon Mor Jani Na Kotha Je Haralo
Attention! Feel free to leave feedback.