Lyrics Amar Bhanga Pather - Anindya Narayan Biswas
আমার
ভাঙা
পথের
রাঙা
ধুলায়
পড়েছে
কার
পায়ের
চিহ্ন
তারি
গলার
মালা
হতে
পাপড়ি
হোথা
লুটায়
ছিন্ন
ভাঙা
পথের
রাঙা
ধুলায়
পড়েছে
কার
পায়ের
চিহ্ন
এল
যখন
সাড়াটি
নাই
গেল
চলে
জানালো
তাই
এল
যখন
সাড়াটি
নাই
গেল
চলে
জানালো
তাই
এমন
করে
আমারে
হায়
কে
বা
কাঁদায়
সে
জন
ভিন্ন
ভাঙা
পথের
রাঙা
ধুলায়
পড়েছে
কার
পায়ের
চিহ্ন
তখন
তরুণ
ছিল
অরুণ
আলো
পথটি
ছিল
কুসুমকীর্ণ
বসন্ত
যে
রঙিন
বেশে
ধরায়
সে
দিন
অবতীর্ণ
সেদিন
খবর
মিলল
না
যে
রইনু
বসে
ঘরের
মাঝে
আজকে
পথে
বাহির
হব
বহি
আমার
জীবন
জীর্ণ
ভাঙা
পথের
রাঙা
ধুলায়
পড়েছে
কার
পায়ের
চিহ্ন
তারি
গলার
মালা
হতে
পাপড়ি
হোথা
লুটায়
ছিন্ন
ভাঙা
পথের
রাঙা
ধুলায়
পড়েছে
কার
পায়ের
চিহ্ন
Attention! Feel free to leave feedback.