Durnibar Saha - Thikana Lyrics

Lyrics Thikana - Durnibar Saha



ফিরে যায়, ফিরে যায়,
ফিরে আসি, খুব কাছে ...
ফিরে যায়, ফিরে যায়,
ফিরে আসি, খুব কাছে .
তবু দূর ... সরে সরে যায়,
আরো দূরে ... তবু দূর...
সরে সরে যায়, আরো দূরে ... ফিরে যায়... আসা যাওয়া, আর খোঁজা,
আসা যাওয়া,
আর খোঁজা.
ঠিকানা পেরিয়ে রাস্তার বাঁকে,
চেনা ছবি আঁকে,
সরে দাঁড়ালেই, মুখোমুখি,
নিজেকে ... হয় দেখা ...
তবু দূর... সরে সরে যায়,
তবু দূর...
সরে সরে যায়, আরো দূরে ... ][ সমাপ্ত ][



Writer(s): Debajyoti Mishra


Durnibar Saha - Mayurakshi (Original Motion Picture Soundtrack)
Album Mayurakshi (Original Motion Picture Soundtrack)
date of release
28-12-2017



Attention! Feel free to leave feedback.