Anjan Dutt feat. Usha Uthup - Tumi Na Thakle Lyrics

Lyrics Tumi Na Thakle - Anjan Dutt & Usha Uthup




তুমি না থাকলে সকালটা এতো মিষ্টি হতো না
তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না
তুমি আছো বলে মন কষাকষি করে হাসাহাসি নাক ঘষাঘষি...
রাপা পা পা পা পা অং বং চং
Oh yea
Oh yea
তুমি না থাকলে গরের মাঠটা মাঠেই মারা যেত
তুমি না থাকলে গরিয়া হাঁট টা গুয়াতেমালার মত
তুমি না থাকলে গাইত না গান গুপি বাঘার দল
মোহনবাগান কবে হয়ে যেত শুধু ইস্টবেঙ্গল
তুমি আছো বলে টেক্সাসে বসে তোপসে মাছের ফ্রাই
নিউ জার্সিতে তোমার গাড়িতে হঠাৎ তোমাকে চাই
তুমি আছো বলে সিসিলিতে আছে সুচিত্রা-উত্তম
আজ বাগদাদ কাল ব্যাবিলনে তোমার সম্মেলন
তুমি না থাকলে সুকুমার রায় লুঙ্গি পরে গামছা গলায় খবর পড়ত
রাপা পা পা পা পা অং বং চং...
Oh yea
তুমি না থাকলে সুমনের নাম হয়ে যেত নচিকেতা
তুমি আসবে বলেই লিখত না কেউ তোমার মনের কথা
তুমি না থাকলে কবিতার মানে হয়ে যেত কীর্তন
তুমি না থাকলে সুনীল শক্তি হয়ে যেত সনাতন
তুমি না থাকলে ঊষা উত্থুপ কচিনেই থেকে যেত
গাইত না গান পাড়ায় পাড়ায় তোমার মনের মত
তুমি না থাকলে অ্যারোপ্লেনে নামছি মুম্বাই
তুমি না থাকলে কলকাতা ছেরে কবে টাটা বাই-বাই
তুমি না থাকলে বনলতা সেন সকাল সন্ধ্যে ডাক্তার লেন-এ কাপড় কাচত
রাপা পা পা পা পা অং বং চং...
তুমি না থাকলে (oh yea)
তুমি না থাকলে (give me more)
তুমি না থাকলে (give me more)
তুমি না থাকলে
তুমি না থাকলে দেবদাস কবে হয়ে যেত ক্ষুদিরাম
তুমি না থাকলে শুধু ডান দিক, থাকত না কোন বাম
ধর্মতলায় লেগে যেত রোজ ধর্মের যুদ্ধ
তুমি না থাকলে বেচত বিড়ি গৌতম বুদ্ধ
তুমি না থাকলে...
তুমি না থাকলে রবীন্দ্রনাথ কালির দোয়াত মাথায় ঠুকে হত কুপোকাত
রাপা পা পা পা পা অং বং চং...
তুমি না থাকলে (না না না না)
তুমি না থাকলে (I said give me more)
তুমি না থাকলে (one more time baby)
তুমি না থাকলে (no no no)
তুমি না থাকলে (oh yea)
না না না না না থাকলে
তুমি না না না থাকলে
তুমি তুমি তুমি না থাকলে



Writer(s): Anjan Dutt



Attention! Feel free to leave feedback.