Arnob - Dhaka Ratey Lyrics

Lyrics Dhaka Ratey - Arnob




শহর জুড়ে রাত্রি আসে নিয়নে
চাঁদের চিঠি ভুল ঘরে দেয় পিয়নে
অনেক দূরে কমলাপুরে ট্রেনের বাঁশি
বাস ডিপোতে বৃদ্ধ বাসের হঠাৎ কাশি।
নিঝুম শহর কারফিউ দেয় পাহারা
শহরটা কি মরুভূমি সাহারা
ছোট্ট খোকা স্বপ্ন বোনে
কোন খেয়ালে
কী জানি কী হচ্ছে লেখা দেয়ালে।
ঘুমায় পাড়া প্রাণের সাড়া বিহনে
মরণকাঠি শরীর ছোঁয়া জীয়নে।




Arnob - Doob
Album Doob
date of release
08-01-2017




Attention! Feel free to leave feedback.