Arnob - Swapna Debe Doob Lyrics

Lyrics Swapna Debe Doob - Arnob



আকাশ যেন নামতে থাকে, নিচু থেকে নিচু
নীল তারারা মুখ ঢেকে দেয়, বলা হয় না কিছু
আকাশ যেন নামতে থাকে নিচু থেকে নিচু
নীল তারারা মুখ ঢেকে দেয় বলা হয় না কিছু
মস্ত বড় অন্ধকারে স্বপ্ন দেবে ডুব,
থাকবি ভাল স্বপ্ন ছাড়া, সে কি কঠিন খুব?
মস্ত বড় অন্ধকারে স্বপ্ন দেবে ডুব,
থাকবি ভাল স্বপ্ন ছাড়া, সে কি কঠিন খুব?
রহস্য নীল রাতের আলো সূর্য ডোবে সন্ধ্যাবেলায় কালোয় কালো রঙ মাখিয়ে রাত্রি বুকে বানিয়ে তোলা
রহস্য নীল রাতের আলো সূর্য ডোবে সন্ধ্যাবেলায় কালোয় কালো রঙ মাখিয়ে রাত্রি বুকে বানিয়ে তোলা
আমিও তোর থাকব পাশে আসব ভিড়ে যখন তখন চারটে হাতে ঘুরে ঘুরে বিন্দু বিন্দু জীবন যাপন আমিও তোর থাকব পাশে আসব ভিড়ে যখন তখন
চারটে হাতে ঘুরে ঘুরে বিন্দু বিন্দু জীবন যাপন
আকাশ যেন নামতে থাকে নিচু থেকে নিচু
নীল তারারা মুখ ঢেকে দেয় বলা হয় না কিছু
আকাশ যেন নামতে থাকে নিচু থেকে নিচু
নীল তারারা মুখ ঢেকে দেয় বলা হয় না কিছু
নীল তারারা মুখ ঢেকে দেয় বলা হয় না কিছু
নীল তারারা মুখ ঢেকে দেয় বলা হয় না কিছু
নীল তারারা মুখ ঢেকে দেয় বলা হয় না কিছু
নীল তারারা মুখ ঢেকে দেয় বলা হয় না কিছু




Arnob - Doob
Album Doob
date of release
08-01-2017




Attention! Feel free to leave feedback.