Dev Sen - Chhoya Chhuyi Lyrics

Lyrics Chhoya Chhuyi - Dev Sen



অজানা কোনো স্বপ্নের নিরালায়
তোর পায়ে পা মেলায়
ভেবেছি কতো গল্প কবিতায়
ভাসি মেঘেরই দোলায়
অজানা কোনো স্বপ্নের নিরালায়
তোর পায়ে পা মেলায়
ভেবেছি কতো গল্প কবিতায়
ভাসি মেঘেরই দোলায়
তোর সুরে বাঁধছি গান
ভেঙে দিলো অভিমান
ছোঁয়াছুঁয়ি, এই অবেলায়
আজ রাখবো হাত তোর পাশে
ইচ্ছেঘুড়ি, দিচ্ছে পাড়ি
শোন, হাঁটছে মন তোর পাশে
মন কী বোঝালো
করে যাচ্ছি খালি খুনসুটি
বল কী শেখালো
সব গল্পেরা পাচ্ছে ছুটি
তোর সুরে বাঁধছি গান
ভেঙে দিলো অভিমান
ছোঁয়াছুঁয়ি, এই অবেলায়
আজ রাখবো হাত তোর পাশে
ইচ্ছেঘুড়ি, দিচ্ছে পাড়ি
শোন, হাঁটছে মন তোর পাশে
আয়, চল হারাবো
কোনো দূরে অচিন পাড়ায়
তোর নাম লেখাবো
ডেকে যাব চুপি ইশারায়
তোর সুরে বাঁধছি গান
ভেঙে দিলো অভিমান
ছোঁয়াছুঁয়ি, এই অবেলায়
আজ রাখবো হাত তোর পাশে
ইচ্ছেঘুড়ি, দিচ্ছে পাড়ি
শোন, হাঁটছে মন তোর পাশে



Writer(s): Rivo, Dev Sen


Dev Sen - Jio Jamai (Original Motion Picture Soundtrack) - Single



Attention! Feel free to leave feedback.