Dev Sen - Aye Phire Aye Lyrics

Lyrics Aye Phire Aye - Dev Sen




বোঝেনা আজ মন, কেমন জ্বালাতন
এই ভিড়েও কেন তোমায় খোঁজে
আজ লাগে খুব একা, পাইনা তোমার দেখা
এই দু′ চোখ যাচ্ছে শুধুই ভিজে
বুঝি বোধহয় সব অভিনয়
প্রেম শুধু আমায় কাঁদায়
আয় ফিরে আয়, আয় ফিরে আয়
ঘুম আসে না চোখের পাতায়
আয় ফিরে আয়, আয় ফিরে আয়
ঘুম আসে না চোখের পাতায়
চুপিচুপি মন খুঁজেছে সারাক্ষণ
তোমার নামের কবিতা
হাত ছুঁয়েছে বলো, একটু ঘুম জড়ানো
দিচ্ছে সাড়া আজ আমায়
পেলাম আবার এমন করে
দিল সাড়া মনের কোণে
আমি আছি, আমি আছি
তোমার মনের কাছাকাছি
আমি আছি, আমি আছি
তোমার মনের কাছাকাছি
বলেছি বারবার, "তুমি শুধু আমার
পারবো না তোমায় ছাড়া"
হেঁটেছি পায়ে পায়, দু' চোখের ইশারায়
আমাকে দেয় পাহারা
এসো ফিরে এমন করে
তুমি-আমি, আর কেউ তো নেই
আয় ফিরে আয়, আয় ফিরে আয়
ঘুম আসে না চোখের পাতায়
আয় ফিরে আয়, আয় ফিরে আয়
ঘুম আসে না চোখের পাতায়



Writer(s): Rivo, Dev Sen


Dev Sen - Jio Jamai
Album Jio Jamai
date of release
30-12-2019



Attention! Feel free to leave feedback.