Hemanta Mukherjee - Emon Ami Ghar Bendhechhi Lyrics

Lyrics Emon Ami Ghar Bendhechhi - Hemanta Mukherjee



এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই
স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই
এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই
স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই
এমন আমি ঘর বেঁধেছি
জানলা দিয়ে সোনারোদের আলো
যায় যে ধুয়ে মলিনতার কালো
জানলা দিয়ে সোনারোদের আলো
যায় যে ধুয়ে মলিনতার কালো
দরজা খুলে ফুলের হাসি দেখতে আমি পাই
প্রতিদিন দেখতে আমি পাই
এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই
স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই
এমন আমি ঘর বেঁধেছি
অঙ্গনে তার আল্পনা দেয় আমারই সব কল্পনা
ছোট্ট চাওয়ায় দল বেঁধে যায় অনেক পাওয়ার জল্পনা
অঙ্গনে তার আল্পনা দেয় আমারই সব কল্পনা
ছোট্ট চাওয়ায় দল বেঁধে যায় অনেক পাওয়ার জল্পনা
জীবন বলে ঘর তুমি ভোলো
হৃদয় বলে ঘর গড়ে তোলো
জীবন বলে ঘর তুমি ভোলো
হৃদয় বলে ঘর গড়ে তোলো
ভালোবাসার বাসা এবার নতুন জীবন চায়
আমি যে নতুন জীবন চাই
এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই
স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই
এমন আমি ঘর বেঁধেছি



Writer(s): Pulak Banerjee, Rajen Sarkar


Hemanta Mukherjee - Natun Jeevan (Original Motion Picture Soundtrack)




Attention! Feel free to leave feedback.