Hemanta Mukherjee - Lajboti Nupurer Rini Lyrics

Lyrics Lajboti Nupurer Rini - Hemanta Mukherjee




লাজবতী নুপুরের রিনি ঝিনি ঝিনি
ভালো যদি লাগে তবে দাম দিয়ে কিনি
লাজবতী নুপুরের রিনি ঝিনি ঝিনি
ভালো যদি লাগে তবে দাম দিয়ে কিনি
ভেবোনা ভেবোনা বেশী তো নেবনা
বেহিসাবি ভালবেসে হব না ঋণী
লাজবতী নুপুরের রিনি ঝিনি ঝিনি
জীবনটা আমি বলি উৎসব
একমুঠো জলসার কলরব
জীবনটা আমি বলি উৎসব
শুধু একমুঠো জলসার কলরব
ভেবোনা ভেবোনা বেশী তো নেবনা
মায়াবতী মনে মোর এসো মায়াবিনী
লাজবতী নুপুরের রিনি ঝিনি ঝিনি
ভালো যদি লাগে তবে দাম দিয়ে কিনি
ভেবোনা ভেবোনা বেশী তো নেবনা
বেহিসাবি ভালবেসে হব না ঋণী
লাজবতী নুপুরের রিনি ঝিনি ঝিনি
উড়ন্ত সময়ের সঙ্গে আমার
নেইকো চুক্তি তাই একটু থামার কোথাও থামার
উড়ন্ত সময়ের সঙ্গে আমার
নেইকো চুক্তি তাই একটু থামার কোথাও থামার
ভাবনার ভীরু ঘর ফেলে তাই
খেয়ালের রাজপথে ছুটে যাই
ভাবনার ভীরু ঘর ফেলে তাই
আমি খেয়ালের রাজপথে ছুটে যাই
ভেবোনা ভেবোনা বেশী তো নেবনা
সোহাগিনী হয়ে এসো লীলা বিহারিণী
লাজবতী নুপুরের রিনি ঝিনি ঝিনি
ভালো যদি লাগে তবে দাম দিয়ে কিনি
ভেবোনা ভেবোনা বেশী তো নেবনা
বেহিসাবি ভালবেসে হব না ঋণী
লাজবতী নুপুরের রিনি ঝিনি ঝিনি
রিনি ঝিনি ঝিনি
রিনি ঝিনি ঝিনি
রিনি ঝিনি ঝিনি



Writer(s): Pulak Banerjee, Rajen Sarkar



Attention! Feel free to leave feedback.