Kishore Kumar - Bhalobasa Chara Ar Ache Ki Lyrics

Lyrics Bhalobasa Chara Ar Ache Ki - Kishore Kumar




ভালোবাসা ছাড়া আর আছে কী
ভালোবাসা ছাড়া আর আছে কী
ভালোবাসা হল নিঃশ্বাস দেহের
ভালোবাসা হল নিঃশ্বাস দেহের
নিঃশ্বাস বিনা মানুষ কখনও বাঁচে কী
ভালোবাসা ছাড়া আর আছে কী
যেভাবেই হোক তাই, ভালোবাসা পেতে চাই
যেভাবেই হোক তাই, ভালোবাসা পেতে চাই
তার এতটুকু কণা আছে গো তোমার কাছে কী
তার এতটুকু কণা আছে গো তোমার কাছে কী
যে গো হীরের হার, একবার মেলে যার
যে গো হীরের হার, একবার মেলে যার
কভু হীরার অভাব মেটে তার ভাঙ্গা কাঁচে কী
ভালোবাসা ছাড়া আর আছে কী
বুঝিনা কি তার ছল, কী যে তার কৌশল
বুঝিনা কি তার ছল, কী যে তার কৌশল
তাকে পেয়ে গেলে তার দোষগুণ কেউ বাছে কী
তাকে পেয়ে গেলে তার দোষগুণ কেউ বাছে কী
যে গো ব্যথার সুখ, ভরে গেলে এই বুক
যে গো ব্যথার সুখ, ভরে গেলে এই বুক
কোন নতুন ব্যথা কেউ আর কভু যাচে কী
ভালোবাসা ছাড়া আর আছে কী
ভালোবাসা ছাড়া আর আছে কী
ভালোবাসা হল নিঃশ্বাস দেহের
ভালোবাসা হল নিঃশ্বাস দেহের
নিঃশ্বাস বিনা মানুষ কখনও বাঁচে কী
ভালোবাসা ছাড়া আর আছে কী
ভালোবাসা ছাড়া আর আছে কী




Attention! Feel free to leave feedback.