paroles de chanson Phiriye De - Deb
কত
বৃষ্টি
গো,
কত
হারানো
স্মৃতি
মনে
কিছু
কবিতা
বোঝা
যাবে
না
বোঝালে
এই
পূজোতে
তুমি
হাটছোনা
আমার
হাত
ধরে
সব
স্বপ্ন
কে
তুমি
ভেঙে
দিলে
একবারে
ফিরিয়ে
দে,
ফিরিয়ে
দে,
ফিরিয়ে
দে
ফিরিয়ে
দে,
ফিরিয়ে
দে,
ফিরিয়ে
দে
নিঃস্ব
প্রেম
আমার
ফিরিয়ে
দে
তোর
পাশে
কে,
দাঁড়িয়ে
ছিলো
গো
ভুবনে
![Deb - Phiriye De](https://pic.Lyrhub.com/img/b/y/l/7/3h0vj97lyb.jpg)
Attention! N'hésitez pas à laisser des commentaires.