paroles de chanson Emon Keno Holo - Elita
এইযে
দেখো
সব
লুকোনো
আমার
হাতের
মুঠোয়.
এইযে
দেখো
স্পষ্ট
লেখা
আমার
এ
চোখ
দুটোয়...
ঢেউ
এর
মতো
ইচ্ছে
ভেংগে
আমার
পায়ে
লুটোয়...
এমন
কেন
হলো
বলো
এমন
কেন
হলো...
এমন
কেন
হলো.।।।
এইতো
ছিল
একলা
রাতে
জ্যোৎস্না
ভেজা
মাটি
এইতো
মেঘ
সাজানো
টিপটপ
পরিপাটি
থেমে
গেলো
কোন
ফাকে
যে
সপ্নের
হাটাহাটি
এমন
কেন
হলো
বলো
এমন
কেনো
হল।।।
নিচ্ছো
তুমি
সত্য
ভেবে
হাসি
মাখা
ঠোট...
ভাবছো
তুমি
আমার
আকাশ
জোনাক
তারার
চোখ...
এইযে
দেখো
একটু
দেখো
সব
ওলটপালট।
এমন
কেনো
হলো
বলো
এমন
কেনো
হলো।।
Attention! N'hésitez pas à laisser des commentaires.