Elita - Bolona paroles de chanson

paroles de chanson Bolona - Elita




বলো না
তুমি আমারই
বলেনা না তোমায় পাবো কি
একবার বলো আমায়
ভালোবাসি শুধু তোমায়
দেখোনা আজ আকাশে
মেঘে মেঘ ছুঁয়েছে
চলো না আজ তারই মতো
দুজনে খুব কাছে
বুঝিনা কিভাবে
বোঝাবো তোমাকে
কতটা গভীরে
রেখেছি সাজিয়ে
দেখোনা আজ ওই আকাশে
কালো মেঘ জমেছে
তুমি নেই আমি একা
নীরবতা নেমেছে





Attention! N'hésitez pas à laisser des commentaires.