paroles de chanson Godhuli - Elita
গোধুলি
বেলায়
বললে
আমাকে
ভালোবাসো
আমায়
হাত
ধরে
কাঁদি
নি
আমি
তোমার
সেই
কথায়
শুধু
চেয়ে
থেকেছি
অবাক
হয়ে
তুমি
কি
চেয়ে
দেখো
না
এ
চোখের
স্বপ্নীল
বাসনা
মেঘে
মেঘে
আসে
ঝড়
ভেঙ্গে
দেয়
গড়া
বাসর
জলে
জলে
হয়
সব
হৃদয়
তুমি
হীনা
পৃথিবী
মরুময়
কোনো
ছবি
তুমি
হীনা
কিছু
না
আমি
তুমি
নেই
বলে
এখনও
আমি
ধরে
রেখেছি
তোমার
স্মৃতিখানি
যদি
কখনও
দেখা
হয়ে
যায়
দেখবে
কি
আমাকে
তুমি
অবাক
হয়ে
কখনও
আমাকে
ভুলো
না
দেখে
হঠাৎ
অবাক
হইও
না
মেঘে
মেঘে
আসে
ঝড়
ভেঙ্গে
দেয়
গড়া
বাসর
জলে
জলে
হয়ে
যায়
সব
হৃদয়
তুমি
হীনা
পৃথিবী
মরুময়
কোনো
ছবি
তুমি
হীনা
কিছু
না
আমি
মেঘে
মেঘে
আসে
ঝড়
ভেঙ্গে
দেয়
গড়া
বাসর
জলে
জলে
হয়ে
যায়
সব
হৃদয়
তুমি
হীনা
পৃথিবী
মরুময়
কোনো
ছবি
তুমি
হীনা
কিছু
না
আমি
মেঘে
মেঘে
আসে
ঝড়
ভেঙ্গে
দেয়
গড়া
বাসর
জলে
জলে
হয়ে
যায়
সব
হৃদয়
Attention! N'hésitez pas à laisser des commentaires.