paroles de chanson Ure Jete Chai - Elita
কেন
যে
পড়ছে
মনে
তোমায়
এখন
ভাবতে
চাই
তোমায়
নেই
প্রয়োজন
চাইছি
ছেড়ে
যেতে
তোমায়,
তোমার
অস্থির
মন
তবু
স্রিতিরা
করছে
যেন
খুব
জালাতন
ঈশর
দাও
খুলে
আমার
মনের
বাধন
বিশ্বাস
সব
ভেংেচুরে
দাও,
ভেংে
দাও
এই
মন
আমি
উড়ে
যেতে
চাই
ডানা
মেলে
আমি
ফিরে
পেতে
চাই
আমাকে।
যদি
মন
হয়
ভাসমান
তবে
ভয়
কি
হারাবার
যাক
না
ডুবে
মনের
বাড়ি
যা
ছিল
তোমার
আমার
ঈশর
দাও
খুলে
আমার
মনের
বাধন
বিশ্বাস
সব
ভেংেচুরে
দাও,
ভেংে
দাও
এই
মন
আমি
উড়ে
যেতে
চাই
ডানা
মেলে
আমি
ফিরে
পেতে
চাই
আমাকে।
হতে
চাই
আমি
শক্তির
পাহাড়
তবু
দুখের
বন্যা
হতে
চাই
আজ
স্বাধীন
আমি
তবু
এত
কেন
কান্না।
Attention! N'hésitez pas à laisser des commentaires.