paroles de chanson O Amar Desher Mati - Indranil Sen
ও
আমার
দেশের
মাটি,
তোমার
'পরে
ঠেকাই
মাথা
ও
আমার
দেশের
মাটি,
তোমার
'পরে
ঠেকাই
মাথা
তোমাতে
বিশ্বময়ীর,
তোমাতে
বিশ্বমায়ের
আঁচল
পাতা
ও
আমার
দেশের
মাটি,
তোমার
'পরে
ঠেকাই
মাথা
ও
আমার
দেশের
মাটি,
তোমার
'পরে
ঠেকাই
মাথা
তুমি
মিশেছ
মোর
দেহের
সনে
তুমি
মিলেছ
মোর
প্রাণে
মনে
মিশেছ
মোর
দেহের
সনে
তুমি
মিলেছ
মোর
প্রাণে
মনে
তোমার
ওই
শ্যামলবরন
কোমল
মূর্তি
মর্মে
গাঁথা
ও
আমার
দেশের
মাটি,
তোমার
'পরে
ঠেকাই
মাথা
ও
আমার
দেশের
মাটি,
তোমার
'পরে
ঠেকাই
মাথা
ওগো
মা,
তোমার
কোলে
জনম
আমার,
মরণ
তোমার
বুকে
ও
মা,
তোমার
কোলে
জনম
আমার,
মরণ
তোমার
বুকে
তোমার
'পরে
খেলা
আমার
দুঃখে
সুখে
তুমি
অন্ন
মুখে
তুলে
দিলে
তুমি
শীতল
জলে
জুড়াইলে
অন্ন
মুখে
তুলে
দিলে
তুমি
শীতল
জলে
জুড়াইলে
তুমি
যে
সকল-সহা,
সকল-বহা,
মাতার
মাতা
ও
আমার
দেশের
মাটি,
তোমার
'পরে
ঠেকাই
মাথা
ও
আমার
দেশের
মাটি,
তোমার
'পরে
ঠেকাই
মাথা
অনেক
তোমার
খেয়েছি
গো,
অনেক
নিয়েছি
মা
ও
মা,
অনেক
তোমার
খেয়েছি
গো,
অনেক
নিয়েছি
মা
তবু
জানিনে
যে
কী
বা
তোমায়
দিয়েছি
মা
আমার
জনম
গেল
বৃথা
কাজে
আমি
কাটানু
দিন
ঘরের
মাঝে
জনম
গেল
বৃথা
কাজে
আমি
কাটানু
দিন
ঘরের
মাঝে
তুমি
বৃথা
আমায়
শক্তি
দিলে
শক্তিদাতা
ও
আমার
দেশের
মাটি,
তোমার
'পরে
ঠেকাই
মাথা
ও
আমার
দেশের
মাটি,
তোমার
'পরে
ঠেকাই
মাথা
1 Banglar mati banglar jol
2 Amar Sonar Bangla
3 Ami Bhoy Korbo Na
4 Je Tomay Chhare Chharuk
5 Ekhon Aar Deri Noy
6 O Amar Desher Mati
7 Ebar Tor Mora Gange
8 Aaji bangladesher hriday hote
9 Dhwanilo Ahwan
10 Keno Cheye Achho Go Maa
11 Je tore pagol bole
12 Amra Milechhi Aaj Maayer Dake
13 Oder Bandhan Jotoi Shakto Hobe
14 Gram Chhara Oi Ranga Matir Path
15 Nishi Din Bhorsa Rakhis
16 Sarthak Janam Amar
Attention! N'hésitez pas à laisser des commentaires.