Subir Nandi - Tomar Akash paroles de chanson

paroles de chanson Tomar Akash - Subir Nandi




তোমার আকাশ, আমার আকাশ একই
শুধু দু'জনে দুই জায়গা থেকে দেখি
তোমার আকাশ, আমার আকাশ একই
শুধু দু'জনে দুই জায়গা থেকে দেখি
অলকে দু'জনের সংসার একই
শুধু দু'জনে দু'ঠিকানায় থাকি, ঠিকানায় থাকি
তোমার আকাশ, আমার আকাশ একই
শুধু দু'জনে দুই জায়গা থেকে দেখি
যখন তোমায় পোড়ায় আগুন, আমিও হই ছাই
যখন তোমায় পোড়ায় আগুন, আমিও হই ছাই
তোমার ব্যথা, আমার ব্যথা, বিভেদ কিছুই তো নাই
তোমার নদী, আমার নদী একই
শুধু দু'জনে দু'পাড়ে বসে থাকি, পাড়ে বসে থাকি
তোমার আকাশ, আমার আকাশ একই
শুধু দু'জনে দুই জায়গা থেকে দেখি
যখন তোমায় কাঁদায় ভুবন, আমিও হই জল
যখন তোমায় কাঁদায় ভুবন, আমিও হই জল
তোমার আমার বুকের জমি একই সমতল
তোমার হৃদয়, আমার হৃদয় একই
শুধু দুইটি দেহে ভাগ করে রাখি, ভাগ করে রাখি
তোমার আকাশ, আমার আকাশ একই
শুধু দু'জনে দুই জায়গা থেকে দেখি
তোমার আকাশ, আমার আকাশ একই
শুধু দু'জনে দুই জায়গা থেকে দেখি
অলকে দু'জনের সংসার একই
শুধু দু'জনে দু'ঠিকানায় থাকি, ঠিকানায় থাকি
তোমার আকাশ, আমার আকাশ একই
শুধু দু'জনে দুই জায়গা থেকে দেখি



Writer(s): Ujjal Sinha



Attention! N'hésitez pas à laisser des commentaires.