Tahsan - Jibikaar Khoja текст песни

Текст песни Jibikaar Khoja - Tahsan



কেউ কি আছো আমায় মানুষ বল
হয়তোবা কেউ আমায় বস্তু ভাবো
এই যে আমি, দেখো, পথের ধারে
হাতে দুটো ফুল নিয়ে তোমার দ্বারে
দেখো...
নিষ্ঠুর পৃথিবী, বন্ধুর পথে
একা আমায় দেখো
জীবন যুদ্ধে জানি আমি লড়তে হবে
তবুও লাগে ভয়
জীবনের অর্থ বুঝার আগেই আমি
জীবিকার খোঁজে
দেখো...
একবার মুখতুলে দেখো আমাকে
করুণা চাইছি না, চাইছি দাঁড়াতে
এই দু'টো পায়ে...
ছেঁড়া চাদরে আমার এক জন্ম ছিল
ক্ষুধা নিয়ে ঘুম প্রতিরাত লেখা ছিল
এইযে আমি, দেখো, ঘুমিয়ে পথের ধারে
হারিয়ে গেছে আমার সেই ছেঁড়া চাদর!
দেখো...
নিষ্ঠুর পৃথিবী, বন্ধুর পথে
একা আমায় দেখো
তবুও লাগে ভয়
জীবনের অর্থ বুঝার আগেই আমি
জীবিকার খোঁজে
দেখো...
একবার মুখতুলে দেখো আমাকে
করুণা চাইছি না, চাইছি দাঁড়াতে
এই দু'টো পায়ে...





Внимание! Не стесняйтесь оставлять отзывы.