Arijit Singh feat. Shreya Ghoshal - Tui Chunli Jakhan текст песни

Текст песни Tui Chunli Jakhan - Shreya Ghoshal , Arijit Singh




তুই হাসলি যখন
তোরই হলো মন
তুই ছুঁলি যখন
তোরই হলো মন
দুচোখে আঁকছে শীত
বাহারি ডাক টিকিট
দুচোখে আঁকলো শীত
বাহারি ডাককিট
আলসে রোদের চিঠি পাঠালো পিয়ন
তুই ছুঁলি যখন
তোরই হলো মন
তুই হাসলি যখন
তোরই হলো মন
ইতি, উতি কার্নিশে
আলো ছায়া যায় মিশে
চলো না কুড়বো আবার
এলোমেলো চেনা রুটে
বসন্ত যায় যায় যায় জুটে
ভালোবেসে জীবন কাবার
ইতি, উতি কার্নিশে
আলো ছায়া যায় মিশে
চলো না কুড়বো আবার
এলোমেলো চেনা রুটে
বসন্ত যায় যায় জুটে জুটে
ভালোবেসে জীবন কাবার
এতো কথা বলি যাকে
চিনি আমি চিনি তাকে
এতো কথা বলি যাকে
চিনি আমি চিনি তাকে
চোখে চোখে কথোপকথন
তুই ছুঁলি যখন
তোরই হলো মন
তুই ছুঁলি যখন
তোরই হলো মন
গুড়ো গুড়ো করিডোরে
চুপিসারে পাতা উড়ে
আজ বাতাসও মাতাল
বেপরোয়া হাফ ছুটি
মাখাচ্ছে খুনসুটি, খুনসুটি
ভালোবাসে উথাল পাথাল
গুড়ো গুড়ো করিডোরে
চুপিসারে পাতা উড়ে
আজ বাতাসও মাতাল
বেপরোয়া হাফ ছুটি
মাখাচ্ছে খুনসুটি, খুনসুটি
ভালোবাসে উথাল পাথাল
রাত নেমেছে মনে
মন সবি জানে শোনে
রাত নেমেছে মনে
মন সবি জানে শোনে
তুই হলি মনের আপন
তুই হাসলি যখন
তোরই হলো মন
তুই হাসলি যখন
তোরই হলো মন
দুচোখে আঁকছে শীত
বাহারি ডাক টিকিট
দুচোখে আঁকলো শীত
বাহারি ডাককিট
আলসে রোদের চিঠি পাঠালো পিয়ন



Авторы: Indradip Das Gupta, Dipangshu Dipangshu



Внимание! Не стесняйтесь оставлять отзывы.