Arnob - Chaina Bhabish - перевод текста песни на французский

Текст и перевод песни Arnob - Chaina Bhabish




Chaina Bhabish
Chaina Bhabish
চাইনা ভাবিস কথার রাজা আমি একা
Je ne veux pas penser que je suis le seul roi des mots
আমার কথায় কান্না পাওয়া রাত্রি জাগা।
Mes mots te font pleurer, te réveillent la nuit.
চাইনা এমন স্পষ্ট কথার খামখেয়ালী
Je ne veux pas de ce bavardage clair
চাইনা তোদের স্বপ্ন দেখার রঙ্গীন ডালি।
Je ne veux pas de ton balançoire colorée qui te fait rêver.
গাছের পাতা আলো ছায়ার তালে তালে
Les feuilles des arbres au rythme de la lumière et de l'ombre
গল্প শোনায় ঘাস ফুলেদের কানে কানে।
Raconte des histoires aux oreilles de l'herbe et des fleurs.
গাছের পাতা আলো ছায়ার তালে তালে
Les feuilles des arbres au rythme de la lumière et de l'ombre
গল্প শোনায় ঘাস ফুলেদের কানে কানে।
Raconte des histoires aux oreilles de l'herbe et des fleurs.
তারার মেলা রাত্রি জেগে গল্প করে
La foire des étoiles se réveille la nuit et raconte des histoires
খোপায় মেঠো স্বপ্ন বুনে একলা চলে।
Et tisse des rêves de champ dans sa chevelure, seul.
খয়েরী সবুজ নীলচে হলুদ কমলা কালো
Brun, vert, bleu, jaune, orange, noir
কেমন করে বলছে কথা, বাসছে ভালো?
Comment parlent-ils, vivent-ils bien ?
খয়েরী সবুজ নীলচে হলুদ কমলা কালো
Brun, vert, bleu, jaune, orange, noir
কেমন করে বলছে কথা, বাসছে ভালো?
Comment parlent-ils, vivent-ils bien ?
চাইনা কথা মেঘলা মনে লজ্জা রাঙ্গা
Je ne veux pas de mots nuageux, de honte dans mon cœur
কেন আবার আপোষ করে নিয়ম ভাঙ্গা।
Pourquoi transgresser les règles en faisant des compromis ?
চাইনা আমি গান শোনাতে কাউকে তোদের,
Je ne veux pas te faire écouter des chansons
আমি এখন শুনব বসে গল্প ওদের।
Je vais maintenant écouter leurs histoires assis.
মিশে যাবে ওদের কথা চুপ কথা মন,
Mes mots se mêleront aux leurs, à mon cœur silencieux
চাঁদ ডোবাজল ভাবনাগুলো করবে সহজ।
La lune se couchera, les pensées deviendront faciles.
মিশে যাবে ওদের কথা চুপ কথা মন,
Mes mots se mêleront aux leurs, à mon cœur silencieux
চাঁদ ডোবাজল ভাবনাগুলো করবে সহজ।
La lune se couchera, les pensées deviendront faciles.
চুপটি করে তাইত ওদের শুনতে থাকি
Alors je les écoute en silence
আমার কথা তোদের জন্য জমিয়ে রাখি।
Je garde mes mots pour toi.
খয়েরী সবুজ নীলচে হলুদ কমলা কালো
Brun, vert, bleu, jaune, orange, noir
কেমন করে বলছে কথা, বাসছে ভালো?
Comment parlent-ils, vivent-ils bien ?
খয়েরী সবুজ নীলচে হলুদ কমলা কালো
Brun, vert, bleu, jaune, orange, noir
কেমন করে বলছে কথা, বাসছে ভালো?
Comment parlent-ils, vivent-ils bien ?





Авторы: arnob, shahana bajpei


Внимание! Не стесняйтесь оставлять отзывы.