Arnob - Shey Jey Boshey Achey текст песни

Текст песни Shey Jey Boshey Achey - Arnob



সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে
সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে
তার গুন গুন মনের গান বাতাসে ঘোরে
কান পাতো মনে পাবে শুনতে
তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে
চোখ মেল যদি পার বুঝতে
তার গুন গুন মনের গান বাতাসে ঘোরে
কান পাতো মনে পাবে শুনতে
তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে
চোখ মেল যদি পার বুঝতে
সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলেছে
আর বুড়ো বুড়ো মেঘেদের দল
বৃষ্টি নামার তাল গুনছে
সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলেছে
আর বুড়ো বুড়ো মেঘেদের দল
বৃষ্টি নামার তাল গুনছে
সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায়
টপ টপ ফোটা পড়ে অনেক ক্ষণ
সেই বৃষ্টি ভেজা মোরে ডাক দিয়েছে
ভেজা কাক হয়ে থাক আমার মন
সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায়
টপ টপ ফোটা পড়ে অনেক ক্ষণ
সেই বৃষ্টি ভেজা মোরে ডাক দিয়েছে
ভেজা কাক হয়ে থাক আমার মন
সে যে বসে আছে (সে যে বসে আছে)
সে যে বসে আছে (সে যে বসে আছে)
সে যে বসে আছে (সে যে বসে আছে)
সে যে বসে আছে...



Авторы: Arnob



Внимание! Не стесняйтесь оставлять отзывы.