Arnob - Chiltey Rodey текст песни

Текст песни Chiltey Rodey - Arnob



চিলতে রোদে পাখনা ডোবায়
মুচকি হাসে শহরতলী,
চিলতে রোদে পাখনা ডোবায়
মুচকি হাসে শহরতলী,
রোজ সকালে পড়ছে মনে
রোজ সকালে পড়ছে মনে
এই কথাটা কেমনে বলি?
চিলতে রোদে পাখনা ডোবায়
মুচকি হাসে শহরতলী,
বালিশ চাদর এপাশ ওপাশ
একটুখানি গড়িয়ে নেওয়া,
বালিশ চাদর এপাশ ওপাশ
একটুখানি গড়িয়ে নেওয়া,
আলতো ঘুমেই দুঃখটাকে
আলতো ঘুমেই দুঃখটাকে
খানিক সুখের প্রলেপ দেওয়া।
মাঝ দুপুরে হঠাৎ সেদিন
আচমকা সব পড়ল মনে,
মাঝ দুপুরে হঠাৎ সেদিন
আচমকা সব পড়ল মনে,
ব্যস্ত শহর ভীড় জমালো
ব্যস্ত শহর ভীড় জমালো
তাক বুঝে ঠিক ফেললো কোণে।
রেতের বেলা একলা এখন
জিরোচ্ছে সব শহরতলী,
রেতের বেলা একলা এখন
জিরোচ্ছে সব শহরতলী,
চোখ দুটো খুব পড়ছে মনে
চোখ দুটো খুব পড়ছে মনে
এই কথাটা কেমনে বলি?
চিলতে রোদে পাখনা ডোবায়
মুচকি হাসে শহরতলী।
চিলতে রোদে পাখনা ডোবায়
মুচকি হাসে শহরতলী।
আআআআ
আআআ
আআ
তা তা তা তা দে দে দে দে দে
আআআআ
আআআ
আআ



Авторы: Arnob



Внимание! Не стесняйтесь оставлять отзывы.